বৃহস্পতিবার দুপুর আড়াইটায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। সভায় চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আ. ম. ম. নাসির উদ্দিন বৈঠকে অংশ নেননি। অন্যদিকে, ইসি সচিব আখতার আহমেদ প্রবাসীদের ভোটদান কার্যক্রম তদারকি করতে বর্তমানে জাপানে অবস্থান করছেন।
বৈঠক প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, “আমরা কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছি। যেহেতু আলোচ্য বিষয় অনেক, তাই আজই বৈঠক শেষ করা সম্ভব নাও হতে পারে। প্রয়োজনে আগামী রবিবার বা সোমবার পর্যন্ত বৈঠক চলতে পারে।”
তিনি আরও জানান, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে অবহিত করা হবে। পরবর্তীতে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা করা হবে।
প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই ঘোষণা করেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠানো হয়েছে।
অন্যদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।