বলিউড ও টালিউডের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ আর নেই। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে শনিবার (২০ সেপ্টেম্বর) তার মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু উৎসবের আগের দিনই না ফেরার দেশে পাড়ি জমালেন ‘ইয়া আলি’ গানখ্যাত এই সংগীতশিল্পী।
শুক্রবার দুপুরে স্কুবা ডাইভিং করার সময় পানিতে ডুবে শ্বাসকষ্টে আক্রান্ত হন তিনি। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিকভাবে পানিতে ডুবে শ্বাসকষ্টই কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বয়স হয়েছিল ৫২ বছর।
এই ঘটনায় আয়োজকদের গাফিলতির অভিযোগ উঠেছে। ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির এক আইনজীবী আয়োজকদের বিরুদ্ধে মামলা (এফআইআর) দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, উৎসবের উদ্যোক্তা শ্যামকানু মহন্ত ও ইভেন্ট ম্যানেজার যথাযথ নিরাপত্তা ও অবকাঠামো নিশ্চিত না করেই জুবিনকে সিঙ্গাপুরে নিয়ে গিয়েছিলেন। সেই অবহেলার ফলেই এ মর্মান্তিক মৃত্যু ঘটেছে বলে দাবি করা হয়েছে।
জুবিন গার্গ ছিলেন উত্তর-পূর্ব ভারতের সাংস্কৃতিক আইকন। তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি বলিউড ও টালিউড মিলে ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে গ্যাংস্টার সিনেমার ‘ইয়া আলি’, কৃশ থ্রি সিনেমার ‘দিল তুহি বাতা’, পরাণ যায় জলিয়ারে সিনেমার ‘চোখের জলে’, এবং পাগলু টু সিনেমার ‘খুদা জানে’।
মাত্র ৫২ বছর বয়সে তার চলে যাওয়া ভক্ত, সহকর্মী ও সংগীতজগতকে স্তব্ধ করে দিয়েছে। টালিউড ও বলিউডে নেমেছে গভীর শোক।