কুমিল্লার লাকসাম উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫০ কেজি সরকারি চাল আত্মসাতের অভিযোগে এক সাবেক বিএনপি নেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ এপ্রিল) রাতে। ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের নেতৃত্বে মোহাম্মদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও খাদ্যবান্ধব ডিলার রবিউল হোসেন রবুর (৪২) ঘর থেকে ওই চাল উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চালগুলো রবিউল তার এক আত্মীয়ার ঘরে রেখে যান। স্থানীয়রা সন্দেহভাজন রিকশাচালককে আটক করে ৯৯৯-এ কল দেন। পরে ইউএনও ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিলার রবিউলকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি স্বীকার করেন যে, চালগুলো বিতরণ না করে নিজ বাড়িতে রেখে দিয়েছিলেন।
ঘটনার পর উপজেলা ছাত্রদল ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ বলেন, দলে কোনো চোর বা দুর্নীতিবাজের স্থান নেই এবং অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও কাউছার হামিদ জানান, আত্মসাতের দায় স্বীকারের পর রবিউল হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ডিলার লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে।