ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট ও বাঁধ দ্রুত মেরামত করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রকাশকালঃ
৩০ মে ২০২৪ ০৩:৪১ অপরাহ্ণ
৯৮৭ বার পঠিত
ঢাকা প্রেসঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট ও বাঁধ দ্রুত মেরামত করছে আওয়ামী লীগ সরকার। ইতোমধ্যে যেসব রাস্তাঘাট ও বাঁধ ভেঙে গেছে, সেগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ষার আগেই বাঁধগুলো নির্মাণ করে জলোচ্ছ্বাস ও পানির হাত থেকে মানুষকে রক্ষা করা হবে। উপকূলীয় অঞ্চলে দুর্যোগ সহনশীল ঘর তৈরি করা হবে।
প্রধানমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত মানুষের উদ্দেশে ভাষণে এসব কথা বলেন। এর আগে তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।
তিনি আরও বলেন:
- ক্ষতিগ্রস্ত সকলের হিসাব করা হচ্ছে এবং আজ বিকেলে সকলের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।
- জলোচ্ছ্বাসে নষ্ট তরিতরকারি চাষের জন্য কৃষকদের বীজ, সার সরবরাহ করা হবে।
- দেশের এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।
- গণতন্ত্র থাকায় দুর্যোগ-দুর্বিপদে মানুষের পাশে দাঁড়াতে পারছে সরকার।
- দেশের আর্থ-সামাজিক অগ্রগতি সকলের চোখের সামনে।
- রাস্তাঘাট, স্কুল, কলেজ, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নত করা হয়েছে।
- মানুষের জীবনের চাহিদা পূরণের জন্য সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে।
- কমিউনিটি ক্লিনিক, বিনামূল্যে ওষুধ, শিক্ষা বৃত্তি, খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
- দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাবে কষ্ট পাওয়া মানুষের জন্য পারিবারিক কার্ড প্রদান করা হয়েছে।
- দেশের মানুষ যেন কষ্ট না পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার।
- মানুষের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।
উল্লেখ্য, গত ২৬ মে রাত থেকে ২৭ মে শেষ রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড় রিমাল। এর প্রভাবে ঝড়, বৃষ্টি ও জলোচ্ছ্বাসে দেশের বিভিন্ন জেলার মতো উপকূলীয় জেলা পটুয়াখালীতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।