টাংগাইলে মার্চ ফর জাস্টিস কর্মসূচি অনুষ্ঠিত। 

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:১৬ অপরাহ্ণ   |   ৯৪ বার পঠিত
টাংগাইলে মার্চ ফর জাস্টিস কর্মসূচি অনুষ্ঠিত। 

সোহাগ আহম্মেদ, বিশেষ প্রতিনিধি:-

 

সুষ্ঠু বিচার ও নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে টাংগাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে "মার্চ ফর জাস্টিস" কর্মসূচি অনুষ্ঠিত হলো।  সারাদেশে সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কার্যক্রম পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এইসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব আবু আহমেদ শেরশাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুল ইসলাম, যুগ্ম-আহব্বায়ক আল আমিন সিয়াম, যুগ্ম সদস্য সচিব ফারদিন ইসলাম সাদ, যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ প্রমুখ।
 

এই সময় যুগ্ম সদস্য সচিব ফারদিন ইসলাম ও যুগ্ম সদস্য সচিব সেজান আহমেদ এর সহযোগিতায় এ সৃষ্টি একাডেমিক  স্কুল হতে শিক্ষার্থীরা এই কর্মসূচিতে মিছিল নিয়ে যোগদান করে। উক্ত কর্মসূচীতে টাংগাইলে সৃষ্টিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংহতি জানিয়েছে।