ঢাকা প্রেস নিউজ
২২ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে, সোমবার মধ্যরাত থেকেই পদ্মা-মেঘনা নদীসহ বিভিন্ন অভয়াশ্রম এলাকায় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা উঠেছে। জেলেরা তাদের নৌকা ও ট্রলার নিয়ে নদীতে নেমে পড়েছেন।
দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় জেলেরা আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও, এখন তাদের আশা, প্রচুর ইলিশ ধরে আর্থিকভাবে স্বচ্ছল হতে পারবেন। সরকারিভাবে দেওয়া চাল দিয়ে যদিও তাদের পরিবার চালানো গিয়েছে, তবুও ধার-দেনায় জর্জরিত অনেকেই এবার আশা করছেন, নতুন করে শুরু করতে পারবেন।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময় প্রশাসন কঠোর অবস্থান নেওয়ায় মা ইলিশ রক্ষা কার্যক্রম সফল হয়েছে। এ বছর বৃষ্টি ভালো হওয়ায় নদীতে পানির পরিমাণ বেড়েছে, যা ইলিশের প্রজননে সহায়ক হয়েছে। ফলে, এবার ইলিশের উৎপাদন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছরই নির্দিষ্ট সময়ের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এবারের নিষেধাজ্ঞা ১৩ অক্টোবর থেকে শুরু হয়েছিল। নিষেধাজ্ঞা কার্যকর করতে সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করেছে।