কক্সবাজার থেকে বিকল্প পথে সেন্টমার্টিনে পণ্য ও যাত্রী পরিবহন শুরু

প্রকাশকালঃ ১৩ জুন ২০২৪ ০৪:৪১ অপরাহ্ণ ৬৭১ বার পঠিত
কক্সবাজার থেকে বিকল্প পথে সেন্টমার্টিনে পণ্য ও যাত্রী পরিবহন শুরু

ঢকা প্রেস
কক্সবাজার প্রতিনিধি:-


নাফনদীতে মিয়ানমার সীমান্তরক্ষীদের গুলিবর্ষণের কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুট বন্ধ থাকায় সেন্টমার্টিনে খাদ্য সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি মোকাবেলায় কক্সবাজার জেলা প্রশাসন বিকল্প পথে পণ্য ও যাত্রী পরিবহনের ব্যবস্থা করেছে।

বিকল্প পথ:

  • কক্সবাজার থেকে: নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট
  • যাত্রা শুরু: শুক্রবার (১৪ জুন) থেকে
  • মাধ্যম: সাগরপথে ট্রলার

 

আজ (বৃহস্পতিবার, ১৩ জুন): টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর পয়েন্ট থেকে ৫টি ট্রলারে করে কিছু জরুরি পণ্য পাঠানো হচ্ছে।

 

বিকল্প পথে পণ্য ও যাত্রী পরিবহনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। জরুরি ভিত্তিতে টেকনাফ যাতায়াতকারীদের জন্য কোস্টগার্ডের সহায়তায় নির্দিষ্ট ট্রলারে করে যাতায়াতের ব্যবস্থা করা হবে।

 

টেকনাফ-সেন্টমার্টিন রুটে গত ৫ জুন থেকে ট্রলার লক্ষ্য করে মিয়ানমারের ওপার থেকে গুলি ছোড়া হচ্ছে। একের পর এক গুলিবর্ষণের কারণে গত ৭ জুন থেকে ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দ্বীপে খাদ্য সংকট দেখা দিয়েছে।

 

বিকল্প পথে চলাচলকারী ট্রলারগুলো জোয়ারের সময়ই চলাচল করবে। সেন্টমার্টিনে যাওয়ার জন্য পর্যটকদের স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নেওয়া উচিত।