ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ   |   ৬৬৫ বার পঠিত
ফেনীর ফুলগাজী ও পরশুরামে বন্যার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত

ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি


 

২০২৪ সালের ২রা জুলাই মুহুরী নদীর বন্যার কারণে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় আজ মঙ্গলবারের নির্ধারিত এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষাই স্থগিত হয়েছে।
 


 

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানিয়েছেন, মুহুরী নদীর বাঁধ ভেঙে উক্ত দুই উপজেলার বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 


 

তিনি আরও জানান, স্থগিতকৃত পরীক্ষা পরবর্তীতে আলাদাভাবে নেওয়া হবে। তবে, নতুন তারিখ এখনো ঠিক করা হয়নি।
 

এই ঘটনায় বিপদগ্রস্ত এলাকার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার নতুন তারিখ নির্ধারণের দাবি জানিয়েছেন।