সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৫ ০২:৪০ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
সোনারগাঁয়ে গৃহবধূ রিয়া মনিকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় রিয়া মনি (২২) নামে এক গৃহবধূকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার কামারগাঁও এলাকায় র‌্যাংগস কোম্পানির স্টাফ কোয়ার্টারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী আদিলকে আটক করেছে পুলিশ।
 

নিহত রিয়া মনি জামালপুরের চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে। নয় মাস আগে বাবুর্চি হিসেবে র‌্যাংগস কোম্পানিতে কর্মরত আদিলের সঙ্গে তার বিয়ে হয়। এরপর থেকে তারা কামারগাঁও এলাকার ওই কোয়ার্টারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
 

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, বুধবার সকালে কোয়ার্টারের ভেতরে রিয়া মনির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।
 

অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহাম্মেদ বলেন, প্রাথমিক তদন্তে গৃহবধূকে কুপিয়ে হত্যার প্রমাণ মিলেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি বটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী আদিলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এলাকাটি সুরক্ষিত থাকায় অন্য কেউ এ ঘটনায় জড়িত কি না, তা তদন্ত শেষে নিশ্চিত করা হবে।