বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

প্রকাশকালঃ ১২ ডিসেম্বর ২০২৪ ০২:৩১ অপরাহ্ণ ০ বার পঠিত
বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গ্রেপ্তার

ঢাকা প্রেস নিউজ


বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এই খবরটি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।
 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) রাতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশ বিস্তারিত কিছু জানায়নি।
 

ওসি দেওয়ান জগলুল হাসান জানিয়েছেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বিস্তারিত তথ্য আদালতে উপস্থাপন করা হবে।