|
প্রিন্টের সময়কালঃ ৩০ জুলাই ২০২৫ ০৭:১৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ জুলাই ২০২৫ ০৫:২৫ অপরাহ্ণ

গত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি: চীনা রাষ্ট্রদূত


গত ১০ বছরে বিএনপি-জামায়াতের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি: চীনা রাষ্ট্রদূত


বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বিগত সরকারের সময় চীন বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক যোগাযোগ রাখতে পারেনি। ওই সময় এসব দলের সঙ্গে সংযোগে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি।
 

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
 

বিএনপি ও জামায়াত প্রতিনিধিদলের সাম্প্রতিক চীন সফর প্রসঙ্গে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, “খোলাখুলি বলতে গেলে, গত এক দশক আমরা এই দুই দলের সঙ্গে যোগাযোগ রাখতে পারিনি। তখন নানা প্রতিবন্ধকতা ছিল। তবে এখন সময় এসেছে, আমরা আবারও সংলাপ ও পারস্পরিক যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছি।”
 

তিনি আরও জানান, চীন চায় বাংলাদেশের সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ বজায় থাকুক, যাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হয়।

বিস্তারিত আসছে…


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫