কোটা সংস্কার আন্দোলন: বঙ্গভবনে শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল 

প্রকাশকালঃ ১৪ জুলাই ২০২৪ ০৫:০০ অপরাহ্ণ ৬৬৪ বার পঠিত
কোটা সংস্কার আন্দোলন: বঙ্গভবনে শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল 

কোটা সংস্কার আন্দোলনের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে প্রবেশ করেছে। রোববার (১৪ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে প্রতিনিধি দলটি বঙ্গভবনে প্রবেশ করে। প্রতিনিধি দলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯ জন ছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজ থেকে একজন করে সদস্য রয়েছেন।

 

প্রতিনিধি দলে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন- আরিফ সোহেল, সারজিস আলম, নাহিদ ইসলাম, আব্দুল হান্নান মাসউদ, আসিফ মাহমুদ, রাশিদুল ইসলাম রিফাত, আব্দুল কাদের, মো. মাহিন ও হাসিব আল ইসলাম।

 

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্দেশনা অনুযায়ী বর্তমানে গুলিস্তানের হল মার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে তাদের আর সামনে অগ্রসর না হওয়ার নির্দেশনা দিয়েছেন সমন্বয়করা।