সৌদিতে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, বাংলাদেশে গ্রেপ্তার ৩

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৫০ অপরাহ্ণ   |   ৯৩ বার পঠিত
সৌদিতে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ আদায়, বাংলাদেশে গ্রেপ্তার ৩

ঢাকা প্রেস নিউজ

 

সৌদি আরবের রিয়াদে রাসেল নামে এক বাংলাদেশিকে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকার খিলগাঁও থানা পুলিশ। বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় পরিচালিত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন আকরাম (৩৩), ইসমাইল হোসেন (৩৪) এবং মজিব রহমান নিলয় (২৬)। এই চক্রটি মুক্তিপণ হিসেবে আদায় করা ৩৫ লাখ টাকার মধ্যে ১২ লাখ টাকা আদালতের নির্দেশে জব্দ করেছে।
 

পুলিশ জানায়, রাসেল সৌদি প্রবাসী ব্যবসায়ী। ১১ জানুয়ারি একটি মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন দিয়ে ব্যবসায়িক আলোচনা করতে রিয়াদের একটি নির্দিষ্ট জায়গায় যেতে বলা হয়। সেখানে পৌঁছালে অপহরণকারীরা তাঁকে চোখ বেঁধে মারধর করে একটি ঘরে আটকে রাখে। পরে, চক্রের সদস্যরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রাসেলের পরিবারের কাছ থেকে ৩৫ লাখ ৩৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে। টাকা পাওয়ার পর অপহরণকারীরা রাসেলকে রিয়াদের রাস্তায় ফেলে চলে যায়।
 

এ ঘটনায় ভুক্তভোগীর শ্বশুর কামরুল ইসলাম ২১ জানুয়ারি খিলগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।