রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ: ট্রেন চলাচল বন্ধের বিরোধিতা

প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ০৫:৩৭ অপরাহ্ণ ৪৫৫ বার পঠিত
রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ: ট্রেন চলাচল বন্ধের বিরোধিতা

ঢাকা প্রেস, রাজবাড়ী‌ প্রতিনিধি:-
 

সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির চলাচল বন্ধের সিদ্ধান্তের বিরোধিতায় রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভ হয়েছে। রোববার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীরা সুন্দরবন ও মধুমতি এক্সপ্রেস ট্রেনকে প্রায় এক ঘণ্টা আটকে রাখেন। পরে রেল কর্মকর্তাদের আশ্বাসে তারা ট্রেন চলাচল বন্ধ করেন।

বিক্ষোভকারীরা জানান, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর অঞ্চল থেকে আগামী ১৫ নভেম্বর থেকে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটি বন্ধ করে দেওয়ার খবর তারা বিভিন্ন মাধ্যমে পেয়েছেন। এই সিদ্ধান্তের ফলে রাজবাড়ীসহ কয়েকটি জেলার মানুষ রেল পরিষেবা থেকে বঞ্চিত হবে। তাই তারা সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনকে পূর্ববর্তী রুটেই চলাচল করানোর দাবি জানিয়েছেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান চৌধুরী জানিয়েছেন, সকালে কয়েকশ মানুষ রেলওয়ে স্টেশনে এসে সুন্দরবন ও মধুমতি এক্সপ্রেস ট্রেন অবরোধ করে। তিনি এই ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। তবে রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে তাদের কাছে এখনো কোনো লিখিত নির্দেশনা আসেনি।

রাজবাড়ীতে ছাত্রদলের বিক্ষোভের মূল কারণ হল সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন দুটির চলাচল বন্ধের সম্ভাবনা। বিক্ষোভকারীরা এই সিদ্ধান্তের বিরোধিতা করে এবং ট্রেনের পূর্ববর্তী রুট অব্যাহত রাখার দাবি জানিয়েছে।