নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে নাহিদ-আখতার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:৪৬ অপরাহ্ণ   |   ৮৫ বার পঠিত
নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’, নেতৃত্বে নাহিদ-আখতার

 

ঢাকা প্রেস নিউজ

 

ছাত্র-জনতার নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় নাগরিক পার্টি’। দলটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নাহিদ ইসলাম, আর সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন আখতার হোসেন
 

দলের মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হয়েছেন হাসনাত আব্দুল্লাহ, আর উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম
 

আজ বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ বৈঠকে এসব সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল চারজন নেতা দলের নাম ও গুরুত্বপূর্ণ পদগুলোর চূড়ান্ত অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।