বিপিএলের ১১তম আসর: তারকা সমাবেশের আভাস

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ০২:০০ অপরাহ্ণ   |   ৩৯৬ বার পঠিত
বিপিএলের ১১তম আসর: তারকা সমাবেশের আভাস

ঢাকা প্রেস,স্পোর্টস ডেস্ক:-

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসরটি আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে। বিসিবি সূত্রে জানা গেছে, বিপিএলে বিশ্বখ্যাত ফুটবলার, ক্রিকেটার এবং হলিউড তারকাদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে।
 

বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, বিপিএলকে আরও আকর্ষণীয় করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে বিশ্বমানের তারকাদের দেশে আনা হতে পারে। তবে তিনি কোন তারকার নাম উল্লেখ করেননি।

 

বিপিএলকে আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টে পরিণত করার লক্ষ্যে বিসিবি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের পরামর্শ নিচ্ছে। তাঁর বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা কাজে লাগিয়ে বিপিএলকে আরও আকর্ষণীয় করা সম্ভব বলে বিসিবি মনে করে।