প্রিন্ট করুন
প্রকাশকালঃ
১৫ জুলাই ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ
|
৬৩০ বার পঠিত
হলিউড-বলিউড থেকে ক্রিকেট তারকা, বড় বড় ব্যবসায়ী থেকে রাজনীতিবিদ, তারকাদের নিয়ে শুক্রবার বিকেলের পর থেকেই জমে উঠেছিল ভারতের আম্বানীপুত্রের বিয়ের আসর। অপরূপ লুক নিয়ে হাজির ছিলেন সবাই। এর মধ্যেই শিখ আমলের ঐতিহাসিক গয়নায় নজর কেড়েছেন মম টু বি দীপিকা পাডুকোন।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাধিকা-অনন্তের বিয়েতে একটি সিঁদুরে লাল রঙের আনারকলি কুর্তা পরেছিলেন দীপিকা। ভারী কারুকার্যের পোশাকটির ডিজাইনার করণ তোরানি। পোশাকটিতে ছিল একটি কুর্তা এবং ট্রাউজার। এর সঙ্গে সুন্দর একটি দোপাট্টাও নিয়েছিলেন দীপিকা। এদিন দীপিকার পোশাকের থেকেও বেশি দৃষ্টি আকর্ষণ করেছে তার গয়না।
শিখ সাম্রাজ্যের আমলের অপূর্ব একটি চোকার নেকলেসটিই ছিল তার সাজের মূল আকর্ষণ। চোকার নেকলেসটির পেছনে রয়েছে ইতিহাসের ছোঁয়া। রঞ্জিৎ সিংয়ের সময়ে শিখ সাম্রাজ্যে ঠিক যে ধরণের বাজুবন্ধ ব্যবহার করা হত, সেই ডিজাইনেই তৈরি দীপিকার এই নেকলেস। যা কিনা পুরোটাই টাইমুর রুবি দিয়ে তৈরি। কাজল টানা চোখ, গ্ল্যাম মেকআপ ও সিঁথিতে লাল সিঁদুরে মোহময়ি লুকে তাকে দেখে চমকেছেন সবাই।