পাথিরানাকে নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা

প্রকাশকালঃ ১৪ মে ২০২৪ ০৩:৩৮ অপরাহ্ণ ৪৮০ বার পঠিত
পাথিরানাকে নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা

মাতিশা পাথিরানা হ্যামেস্ট্রিংয়ের চোটে আক্রান্ত হয়ে আইপিএল থেকে দেশে ফিরে এসেছেন, যা শ্রীলঙ্কার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের জন্য একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বকাপের আগে তাই পাথিরানাকে নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা।
যদিও লঙ্কানদের ১৫ সদস্যের দলে আছেন এই তরুণ পেসার।
শ্রীলঙ্কার প্রধান নির্বাচক উপুল থারাঙ্গা অবশ্য আশাবাদী বিশ্বকাপ শুরুর আগে সেরে উঠবেন পাথিরানা, 'হ্যাঁ, ডেথ ওভারে সে আমাদের গুরুত্বপূর্ণ বোলার (তার চোট ধাক্কা কি না)।  আমাদের হাতে কিছুটা সময় আছে। 
আশা করছি টুর্নামেন্টের আগেই সে ফিট হয়ে যাবে।' শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে পাথিরানা ছাড়াও পেস আক্রমণে আছেন নুয়ান থুশারা, দিলশান মাধুশঙ্কা ও দুশমন্ত চামিরা।
ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে আরেক পেসার আসিথা ফার্নেন্দোকে। স্পিন বিভাগে লঙ্কানদের বড় শক্তি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মহীশ থিকসানা।