 
                            
ঢাকা প্রেস নিউজ
 
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস তার ব্যক্তিত্ব অক্ষুণ্ণ রাখবেন।
 
শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
 
সেলিমা রহমান বলেন, “ড. ইউনূসকে আমরা সম্মান করি। সারা বিশ্বে তার ব্যক্তিত্ব ও সম্মানের অবস্থান অত্যন্ত উচ্চ। ছাত্র-জনতা তাকে দুঃসময়ে চেয়ারে বসিয়েছে। আমরা আশা করি, তিনি এর সঠিক প্রতিদান দেবেন।”
 
সরকারের সমালোচনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “সমালোচনা সহ্য করার মানসিকতা থাকতে হবে। আমরা সমালোচনা করি দেশের কল্যাণে এবং সরকারের কার্যক্রম সফল করার লক্ষ্যে। এসব সমালোচনা তাদের গ্রহণ করতে হবে।”
 
বাকস্বাধীনতার অধিকার প্রসঙ্গে তিনি আরও বলেন, “আওয়ামী লীগের শাসনামলে সমালোচনার কোনো সুযোগ ছিল না। কেউ সমালোচনা করলেই জেল-জুলুম করা হতো। বাকস্বাধীনতা বলতে কিছুই ছিল না।”
 
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে তিনি বলেন, “আওয়ামী লীগের শাসনে মানবাধিকার নিশ্চিহ্ন হয়েছে। ফেসবুকে কিছু লিখলে পুলিশ বাড়িতে গিয়ে গ্রেপ্তার করত। ক্ষমতা ধরে রাখার জন্য তারা জনগণের ভোটাধিকার হরণ করেছে। ধানের শীষে ভোট দেওয়ায় অনেক গৃহবধূকে নির্যাতনের শিকার হতে হয়েছে।”
 
তিনি আরও বলেন, “জুলাই মাসের গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা। এই আন্দোলনের মাধ্যমে বিএনপি চেয়েছিল দেশের মানুষ গণতন্ত্র ফিরে পাক। এই লক্ষ্য অর্জনে আমাদের প্রায় ৫০০ নেতাকর্মী জীবন দিয়েছেন।”
 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                        
                                         
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        
                                     
                                        
                                        