ঢাকা প্রেস
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:-
বগুড়া সারিয়াকান্দির বাঙালি নদীতে গোসল করতে গিয়ে একজন শিক্ষার্থী ডুবে মারা গেছেন। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
নিহত শিক্ষার্থীর নাম রাকিব মিয়া (২২)। তিনি সোনাতলা উপজেলার সুখানপুকুর ইউনিয়নের বাসিন্দা এবং বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামের বুদের ভিটা এলাকায় বাঙালি নদীতে তার বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে রাকিব পানিতে তলিয়ে যান। দীর্ঘ খোঁজাখুঁজি ও উদ্ধার অভিযানের পর মঙ্গলবার তার মরদেহ উদ্ধার করা হয়।
রাকিব নিখোঁজের খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস রাজশাহী ডুবুরি দলকে কল করে। বুধবার থেকেই উদ্ধার অভিযান শুরু হলেও বৈরি আবহাওয়ার কারণে তা বন্ধ রাখতে হয়। পরে মঙ্গলবার পুনরায় অভিযান চালিয়ে রাকিবের মরদেহ উদ্ধার করা হয়।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সুজন মিয়া জানান, "আমাদের কল পেয়ে রাজশাহী ডুবুরি দল নিখোঁজ শিক্ষার্থীর উদ্ধার কাজ শুরু করে। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার শিক্ষার্থীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"