নাটোরে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ নভেম্বর ২০২৫ ০৭:৫৮ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
নাটোরে বর্ণাঢ্য পিঠা উৎসব অনুষ্ঠিত

আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস।
 

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, “পিঠা আমাদের ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ। বর্তমান প্রজন্মের সঙ্গে এই ঐতিহ্যের সংযোগ রক্ষা ও বিকাশের ক্ষেত্রে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মলয় কুমার কুণ্ডু, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সারোয়ার হোসেন এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা হেলাল উদ্দিন প্রমুখ।
 

উৎসবে দুধ পুলি, তক্তি, নকশি পিঠা, পাতা পিঠা, ফুল পিঠা, পাটি সাপটা, দুধ চিতই, চন্দনকুলি, চৈ পাকান, চিতই, ভাপা, তাল পিঠা, নারকেলের চিড়া, রসপান, হৃদয়হরণ, গোকুল পিঠা, দুধ সুন্দরীসহ প্রায় অর্ধ শতাধিক রঙ-বেরঙের ও স্বাদের পিঠা প্রদর্শন ও পরিবেশন করা হয়।
 

যদি চাও, আমি আরও একটু আকর্ষণীয় ও সুমধুর ভাষায় সংস্করণ সাজিয়ে দিতে পারি, যেন এটি সংবাদপত্রের শিরোনামেও ভালো দেখায়। তুমি কি সেটা চাইবে?

সূত্র: বাসস