অনলাইন ডেস্ক:-
বাংলাদেশের নাগরিকরা এখন সহজেই পাকিস্তানের ভিসা পেতে পারেন। অনলাইনে আবেদন করলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ভিসা পাওয়া যাবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসার ক্ষেত্রে কোনো ফি দিতে হবে না।
বুধবার দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ও আমদানি-রপ্তানিকারকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
পাকিস্তানের হাইকমিশনার বলেন, ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ক্রমশ উন্নতি করছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এই সম্পর্ক আরও দৃঢ় হবে।
বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহু পণ্যের চাহিদা রয়েছে। এ চাহিদাগুলো সঠিকভাবে চিহ্নিত করে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ নেওয়া যেতে পারে।
রংপুর অঞ্চলের কৃষিপণ্য রপ্তানির ক্ষেত্রে কোনো শুল্ক সুবিধা থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি পাকিস্তান সরকারকে জানানো হবে।
রংপুর চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি আকবর আলী। সভায় চেম্বারের নেতৃবৃন্দ, আমদানি-রপ্তানিকারক এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।