ঢাকা প্রেস নিউজ
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ সহজে পায় এবং এর দাম কমে, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, দেশের মানুষের চাহিদা মেটানোর পরই ইলিশ রপ্তানি করা হবে।
গত রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণ হলো সিন্ডিকেট ও চাঁদাবাজি। এই অবৈধ কার্যকলাপ বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে।
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষার জন্য সকল খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। পাশাপাশি, বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম স্বাভাবিকভাবেই কমে আসবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশে ইলিশের দাম বেশি হওয়া সত্ত্বেও রপ্তানি চলছে, এই বিষয়টি নিয়ে সরকার বিবেচনা করছে। তিনি আরও যোগ করেন যে, ডিম, দুধ, মাছসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম কমানোর জন্য সরকার কাজ করছে।