ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক শাহজাহান মিয়া

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:৪৫ অপরাহ্ণ   |   ১০৮ বার পঠিত
ঢাকা দক্ষিণ সিটির নতুন প্রশাসক শাহজাহান মিয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া। সরকার আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দিয়েছে।
 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী, প্রশাসক শাহজাহান মিয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তিনি তার মূল দায়িত্বের পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ পাবেন। তবে তিনি অন্য কোনো আর্থিক বা অতিরিক্ত সুবিধার আওতায় আসবেন না।