ঢাকা, ৯ অক্টোবর: রাজধানীর বাড্ডা এলাকায় আকাশ পরিবহনের একটি বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন। বুধবার সকালে ফুজি ট্রেড সেন্টারের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের নাম আইরিন (২৪)। তিনি নেক্সট ভেনচার নামক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সকাল ৯টার দিকে আকাশ পরিবহনের একটি বাস বাড্ডা ট্রাফিক জোনের ফুজি ট্রেড সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় আইরিনকে চাপা দিয়ে দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায়। নিহতের সহকর্মীরা রাস্তায় অবরোধ করে প্রতিবাদ জানায়। ফলে রামপুরা থেকে যমুনা ফিউচার পার্কের দিকে যান চলাচল সীমিত হয়ে পড়ে।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে। তবে চালক ও হেলপারকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তিনি আরও বলেন, নিহতের সহকর্মীদের অনেকেই রাস্তা ছেড়ে চলে গেলেও কিছু লোকজন এখনো রাস্তায় অবস্থান করছেন। তাদের সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
পুলিশ এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই সড়ক দুর্ঘটনার কারণে নিরীহ মানুষের মৃত্যুর ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।