মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ-
কুমিল্লার মুরাদনগরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসীম উদ্দীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত জসীম উদ্দীন মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের নুরুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ৮(গ) মামলায় জসীম উদ্দীনকে ২০২৩ সালে ঢাকা কাফরুল থানায় দায়ের করা এক মামলায় আদালত যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় মুরাদনগর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান জানান, দীর্ঘদিন পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি জসীম উদ্দীনকে প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। রোববার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।