মিয়ানমারে সিমেন্ট, সার ও তেল পাচারের সময় আটক ৩

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩১ অপরাহ্ণ   |   ৩৪ বার পঠিত
মিয়ানমারে সিমেন্ট, সার ও তেল পাচারের সময় আটক ৩

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মিয়ানমারে পণ্য পাচারের সময় তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। আটক ব্যক্তিরা হলেন—সাদ্দাম হোসেন (২৮), ইকবাল হোসেন (৪৪) ও আব্দুর রহিম (৩০)।
 

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠের নৌকা তল্লাশি করে ৮৩ বস্তা সিমেন্ট, ৮৫ বস্তা সার, ৩৪০ লিটার সয়াবিন তেলসহ প্রায় এক লাখ ৬০ হাজার টাকার পণ্য জব্দ করা হয়। পাচারে ব্যবহৃত কাঠের বোটটিও আটক করা হয়েছে।
 

আটক তিনজনকে জব্দকৃত মালামাল ও নৌকাসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
 

কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, দেশের স্বার্থে চোরাচালান ও মাদকপাচার প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।