সীতাকুণ্ড সদর বাজারে ব্যবসায়ীদের পরিমাপ স্কেল তদারকি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ নভেম্বর ২০২৫ ০৬:২২ অপরাহ্ণ   |   ১১৬ বার পঠিত
সীতাকুণ্ড সদর বাজারে ব্যবসায়ীদের পরিমাপ স্কেল তদারকি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড, চট্টগ্রাম:

 

সীতাকুণ্ড সদর বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ীদের ব্যবহৃত পরিমাপ স্কেল সঠিক আছে কিনা তা যাচাই করতে মাঠে নেমেছেন।
 

শনিবার সকাল ১০টায় সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিকের নেতৃত্বে কমিটির সদস্যরা মাছ বাজার, মুরগির বাজার, ফলের দোকান ও গরুর মাংসের বাজারে পরিমাপ স্কেল তদারকি করেন।
 

তদারকি কার্যক্রমে প্রথমে দোকানদারদের নিজস্ব স্কেল দিয়ে পণ্য ওজন করা হয়, এরপর সমিতির আনা স্কেল দিয়ে পুনরায় পরীক্ষা করা হয়। এতে কোনো দোকানে স্কেলের গরমিল বা ত্রুটি পাওয়া যায়নি। এ কারণে সমিতির নেতৃবৃন্দ সকল ব্যবসায়ীদের অভিনন্দন জানান।
 

তবে মাংস বিক্রেতাদের উদ্দেশে নেতৃবৃন্দ সতর্কবার্তা দেন যে, ওজন শেষে কিছু মাংস রেখে দেওয়া বা নিম্নমানের মাংস দেওয়ার অভিযোগ ক্রেতাদের কাছ থেকে পাওয়া গেছে। এমন অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তারা। নির্ধারিত মূল্য ৮০০ ও ৭৫০ টাকা প্রতি কেজি বিক্রিতে কোনো আপত্তি না থাকলেও ক্রেতাকে বাতিলযোগ্য বা মানহীন মাংস দেওয়া যাবে না বলে সতর্ক করা হয়।
 

নেতৃবৃন্দ জানান, বাজারের স্বচ্ছতা ও ভোক্তাদের বিশ্বাস বজায় রাখতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিতভাবে বাজারের বিভিন্ন দোকানে চলবে।