ডেস্ক নিউজ (চট্টগ্রাম):-
নগরীর দক্ষিণ পতেঙ্গ ৪১ নং ওয়ার্ডস্থ মাইজপাড়া (বটতলা এলাকায় ) চাইল্ড কেয়ার একাডেমি স্কুল ভবনের নিচের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে সেলিম চৌধুরী (৫৩) নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে...!
রোববার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া বটতলা এলাকায় চাইল্ড কেয়ার একাডেমি স্কুল ভবনের একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখেছে শিক্ষার্থীরা।
স্কুলের শিক্ষকরা জানান, সেলিম চৌধুরী দুই মাস আগে শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে যোগ দেন। তিনি স্কুলের পাশে একটি কক্ষে থাকতেন। তিনি শান্ত-স্বভাবের মানুষ ছিলেন।
গত কিছুদিন ধরে অসুস্থ থাকায় ক্লাসে আসেননি। রোববার সকালে এক শিক্ষার্থী কক্ষে ঢুকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে শিক্ষক ও স্থানীয়রা পুলিশে খবর দেন।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ঠিক কারণে আত্মহত্যা করেছে তা এখনো বলা যাচ্ছে না বা জানা যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।