বাঁধন সরে দাঁড়ালেন, মুখ খুলতে নারাজ

প্রকাশকালঃ ২২ ডিসেম্বর ২০২৪ ০৮:০৫ অপরাহ্ণ ০ বার পঠিত
বাঁধন সরে দাঁড়ালেন, মুখ খুলতে নারাজ

ঢাকা প্রেস,বিনোদন ডেস্ক:-

 

অভিনেত্রী আজমেরী হক বাঁধন নাটক, মডেলিং এবং সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের হৃদয় জয় করেছেন। শুধু দেশেই নয়, তিনি বলিউডেও তার অভিনয় দক্ষতার ছাপ রেখে দিয়েছেন, আর কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা অর্জন করেছেন।

চলতি বছরে চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী নির্মিত নারীকেন্দ্রীক একটি ছবিতে কাজ করার কথা ছিল বাঁধনের। তবে হঠাৎ করেই তিনি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন, বিষয়টি নিশ্চিত করেছেন লামিয়া চৌধুরী।

 

সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর ব্যাপারে বাঁধন জানিয়েছেন, "আমি এখন আর ওই ছবির সঙ্গে নেই, তাই সিনেমাটি নিয়ে আর কিছু বলতে চাই না।"
 

এদিকে, বাঁধনের মুখ না খুললেও, এই বিষয়ে কথা বলেছেন লামিয়া চৌধুরী। তিনি বলেন, "একটি সিনেমায় নানা বিষয় বিবেচনা করতে হয়, বিশেষ করে ব্যবসায়িক দিকটি। সেসব কারণে আমাদের চুক্তি হয়নি। যে সিনেমাটি বাঁধনের সঙ্গে হওয়ার কথা ছিল, সেটি আপাতত হচ্ছে না।"
 

এছাড়া, প্রায় দশ বছর আগে এই সিনেমার কথা তার মা দিতিকে বলেছিলেন লামিয়া। মা দিতি ছবিটি প্রযোজনা ও অভিনয় করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে ২০১৬ সালে দিতির মৃত্যুতে সব কিছু থমকে যায়। যেহেতু এই সিনেমার সঙ্গে তার মায়ের স্মৃতি জড়িত, কাজটি শেষ করার ইচ্ছা তার রয়েছে।
 

লামিয়া বলেন, "মা বেঁচে থাকতে আমরা এই গল্পটি শুরু করেছিলাম। তারপর স্ক্রিপ্ট এবং গান নিয়ে অনেক কাজ করেছি। এই গল্পের সঙ্গে আমার অনেক শ্রম জড়িত। যাদের সঙ্গে মিলবে, তাদের নিয়ে কাজটা শেষ করতে চাই, যদিও কিছুটা দেরি হয়েছে। আশা করি, নতুন বছরে সুসংবাদ দিতে পারব।"