গাইবান্ধা প্রতিনিধি:-
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে আওয়ামী লীগপন্থি ছয়জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। বুধবার (আজ) দুপুরে এ ঘটনা ঘটে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “ডেভিল হান্ট” নামক বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরে তাদের গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক হওয়া চেয়ারম্যানরা হলেন—
কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা সালু
উড়িয়া ইউপি চেয়ারম্যান কামাল পাশা
গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খুশু
ফুলছড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান
এরেন্ডাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান
ফজলুপুর ইউপি চেয়ারম্যান আনছার আলী মণ্ডল
তবে উদাখালী ইউপি চেয়ারম্যান আলামিন আহম্মেদ কৌশলে পালিয়ে যান বলে জানা গেছে। সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
সভা চলাকালীন চেয়ারম্যানদের গ্রেপ্তারের দাবিতে পরিষদ চত্বরে বিক্ষোভ করেন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা। ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু অভিযোগ করেন, “গণঅভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের এই সাতজন চেয়ারম্যান বিএনপির বিরুদ্ধে অপপ্রচার এবং নাশকতার পরিকল্পনা করে আসছিলেন। তারা প্রচার করছিলেন যে, ঈদুল আজহার পর আওয়ামী লীগ পুনরায় সক্রিয় হবে। এ কারণে আমরা সভার সময় তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করি। পরে পুলিশ তাদের আটক করে সদর থানায় পাঠায়।”
তিনি আরও অভিযোগ করেন, পালিয়ে যাওয়া চেয়ারম্যান আলামিন আহম্মেদকে থানার ওসি ইচ্ছাকৃতভাবে পালাতে সাহায্য করেছেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার জানান, নাশকতার পরিকল্পনার অভিযোগে ফুলছড়ি থানা পুলিশ ছয় চেয়ারম্যানকে আটক করে সদর থানায় পাঠিয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় আলোচনা চলছে।