আয়কর রির্টান দাখিল করতে কি কি ডকুমেন্ট লাগে, জমা না করতে কি হয়?
প্রকাশকালঃ
২৯ আগu ২০২৪ ০১:১৯ অপরাহ্ণ ৫৫২ বার পঠিত
১ জুলাই ২০২৪ থেকে শুরুহয়েগেছে আয়কররির্টান২০২৪-২০২৫জমার কার্যক্রম। অনেকেনাবুঝেভুলরিটার্নদাখিলকরেন।বুঝেশুনেসঠিকভাবেরিটার্নদাখিলকরুন।ভুলরিটার্নদাখিলেরজন্যআপনাররিটার্নঅডিটেপরতেপারে।অযথাবাড়তিঝামেলাওজরিমানাথেকেদূরেথাকুন।তাইআপনাররিটার্ননির্ভূলভাবেদাখিলকরুন এবং সময়মত রিটার্ন দাখল করুন।
যে সকল ক্ষেত্রে রিটার্ন দাখিলের প্রমাণ দাখিল বাধ্যতামূলক করা হয়েছে, রিটার্ন দাখল না করলে সে সকল সেবা হতে বঞ্চিত হতে হবে। যেমন- ক্ষেত্রমত, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না কিংবা সংযোগ বিচ্ছিন্ন হবে, বেতন-ভাতাদি প্রাপ্তিতে অসুবিধা হবে ইত্যাদি।
এছাড়াও নিন্মবর্ণিত বিষয়াদির মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে, যেমন-
আয়কর আইনের ধারা ২৬৬ অনুযায়ী উপকর কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করতে হবে।
উপকর কমিশনার কর্তৃক একতরফাভাবে নির্ধারিত কর পরিশোধ করতে হবে।