গোপালগঞ্জে জটিল রোগে আক্রান্তদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান

প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৪ ১২:৪৩ অপরাহ্ণ ৫৬৫ বার পঠিত
গোপালগঞ্জে জটিল রোগে আক্রান্তদের জন্য প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা প্রেস
গোপালগঞ্জ প্রতিনিধি:-



গোপালগঞ্জের ৫টি উপজেলায় ক্যান্সারসহ ৬টি জটিল রোগে আক্রান্ত ২,৩৪৯ জন রোগীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান থেকে মোট ১১ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।

 

কোন কোন বছরে কত টাকা বিতরণ করা হয়েছে: ২০১৯-২০২০: ১৯৭ জনকে ৯৮ লাখ ৫০ হাজার টাকা। ২০২০-২০২১: ১৮৪ জনকে ৯২ লাখ টাকা। ২০২১-২০২২: ৪৫৬ জনকে ২ কোটি ২৮ লাখ টাকা। ২০২২-২০২৩: ৮৫৬ জনকে ৪ কোটি ২৮ হাজার টাকা। ২০২৩-২০২৪: ৬৫৬ জনকে ৩ কোটি ২৮ লাখ টাকা।
 

কোন রোগের জন্য অনুদান দেওয়া হয়: ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক ও প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া।
 

অনুদান পাওয়ার প্রক্রিয়া: প্রতি বছর সরকার কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে হয়। আবেদনপত্র জেলা সমাজসেবা অফিস থেকে সংগ্রহ করা যায়। আবেদন যাচাই-বাছাইয়ের পর নির্বাচিত রোগীদের ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়।