আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার প্রথম দিনে চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-১১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী শফিউল আলমের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র সমর্থনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সিমেন্ট ক্রসিং মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি ইপিজেড মোড় হয়ে বে-শপিং চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলের আগে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ। এতে সভাপতিত্ব করেন ইপিজেড থানা জামায়াতের আমীর আবুল মোকাররম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড জামায়াতের আমীর ওসমান গনি, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল্লাহ আল আরিফ, মাওলানা মোজাম্মেল হক, ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. শাহেদ, সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মজিবুর হক বকুল, বিএম সেক্রেটারি আবদুর রহিম বিশ্বাস, মো. ফখরুল ইসলাম, মো. মামুন খান, মাওলানা আলমগীর হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান এবং দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ উল্লাহ বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের উচিত সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।