যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ০৬:০৩ অপরাহ্ণ ০ বার পঠিত
যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-
 

যশোরে ছুরিকাঘাতের ঘটনায় আল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। তার বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।
 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুইটি খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
 

নিহত আল আমিন খুলনার পাইকগাছা উপজেলার বারইডাঙ্গা গ্রামের সোহরাব সর্দারের ছেলে।
 

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার সিটি ওয়ান ব্রিকসে কাজ নিয়ে বিরোধ সৃষ্টি হয়। পরে সুপারভাইজার বিষয়টি মীমাংসা করে দিলেও বাদশা নামের এক ব্যক্তি আল আমিনকে ছুরিকাঘাত করে। আল আমিনের বাবা ঠেকাতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাত ১১টার দিকে আল আমিনকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়, তবে পথেই তার মৃত্যু ঘটে।
 

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সুইটি খাতুন জানান, আল আমিনের শরীরে একাধিক ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, যা তার মৃত্যুর কারণ। মরদেহ বর্তমানে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।