চট্টগ্রাম বন্দরের বড় সিদ্ধান্ত: ৯ ব্যাংকের লেনদেন বন্ধ

প্রকাশকালঃ ০১ সেপ্টেম্বর ২০২৪ ০২:২৩ অপরাহ্ণ ৫১৪ বার পঠিত
চট্টগ্রাম বন্দরের বড় সিদ্ধান্ত: ৯ ব্যাংকের লেনদেন বন্ধ

ঢাকা প্রেস
চট্টগ্রাম বন্দর প্রতিনিধি:-


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারা এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন ৭টিসহ মোট ৯টি ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে বন্দরে এসব ব্যাংক থেকে ইস্যুকৃত কোনো পে-অর্ডার, চেক বা ব্যাংক গ্যারান্টি আর গ্রহণ করা হবে না।

 

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ব্যাংকগুলোতে বিনিয়োগ করেও প্রত্যাশিত সুদ পাচ্ছে না। ফলে বন্দরের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বারবার নোটিশ দেওয়া সত্ত্বেও ব্যাংকগুলো কোনো সাড়া দিচ্ছে না। এমন পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ নিজেদের আর্থিক নিরাপত্তার জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
 

কোন কোন ব্যাংকের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে:

নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই ৯টি ব্যাংকের উপর: গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক।