ঢাকা প্রেস,সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:-
নোয়াখালীর সেনবাগে ট্রাক্টরের চাপায় ছোট ভাই মেহরাজ হোসেন নিহত ও বড় ভাই মেহেদী হোসেন আহত হয়েছেন। তারা নিজেদের বাড়ি থেকে নানা বাড়িতে যাচ্ছিলেন।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামের খলিফাপাড়া-হিরাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহরাজ ও আহত মেহেদী দুজনই চাঁদপুর গ্রামের দুবাই প্রবাসী মো. সবুজের সন্তান।
নিহতের মা জান্নাতুল ফেরদাউস জানান, ছোট ভাই মেহরাজ মোটরসাইকেলে বড় ভাই মেহেদীকে নিয়ে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ভূঁইয়া ব্রিক্সের একটি মাটিবাহী ট্রাক্টর তাদের ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহরাজকে মৃত ঘোষণা করেন। বড় ভাই মেহেদীকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেনবাগ থানার এসআই মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে এবং ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।