চট্টগ্রামের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনের অঙ্গীকার

প্রকাশকালঃ ০৩ নভেম্বর ২০২৪ ০২:৩৬ অপরাহ্ণ ৪৪৫ বার পঠিত
চট্টগ্রামের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনের অঙ্গীকার

ঢাকা প্রেস নিউজ

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র হিসেবে ডা. শাহাদাত হোসেন রোববার (৩ নভেম্বর) শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণের পর তিনি চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান এবং শহরকে পরিকল্পিতভাবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

 

মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, চট্টগ্রামের জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা। তিনি এই সমস্যার দ্রুত সমাধান করে শহরকে একটি আধুনিক এবং পরিকল্পিত শহরে পরিণত করার লক্ষ্যে কাজ করবেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, চট্টগ্রাম দেশের জিডিপিতে উল্লেখযোগ্য অবদান রাখে। সে কারণে শহরের অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত জরুরি।

 

মেয়র ডা. শাহাদাত হোসেন দেশের পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন। তিনি মনে করেন, দেশের পর্যটন খাতকে আরও ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। চট্টগ্রামের পর্যটন খাতকে উন্নত করে শহরের অর্থনীতি আরও শক্তিশালী করা সম্ভব।

 

২০২১ সালের চসিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী বিজয়ী ঘোষিত হলেও, নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন আদালতে মামলা করেন। গত ১ অক্টোবর চট্টগ্রামের যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক খাইরুল আমিন ডা. শাহাদাতকে মেয়র ঘোষণা করে রায় দেন এবং রেজাউল করিমের ফলাফল বাতিল করেন।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন শপথ গ্রহণ করে শহরের উন্নয়নের জন্য কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি জলাবদ্ধতা নিরসন, শহরের অবকাঠামো উন্নয়ন এবং পর্যটন খাতকে উন্নত করার লক্ষ্যে কাজ করবেন বলে জানিয়েছেন।