বিনোদন ডেস্ক:-
গত বছরের আগস্টে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দেশ ছাড়তে বাধ্য হন তখনকার সরকার প্রধান। এর পর ৫ ফেব্রুয়ারি, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা, যা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
বাড়িটি ভাঙার এক মাস পর সেখানে গিয়েছিলেন গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার রাতে সেই ছবিগুলো নিজের ফেসবুকে পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, “প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। পরাধীনতার শেকলমুক্ত একটি নতুন বাংলাদেশের সূচনা।”
এর কিছুক্ষণ পর, আরেকটি পোস্টে এই শিল্পী লিখেছেন, “আমি এখন আছি সুখে, আগুন জ্বলুক খুনির দোসরদের বুকে। ঘুমাতে গেলাম।”
কিছুদিন আগে গণমাধ্যমে তিনি জানান, “এবারের ঈদটা আমার জন্য অন্যরকম আনন্দ নিয়ে এসেছে। কারণ শেখ হাসিনামুক্ত বাংলাদেশে আমি নতুনভাবে কাজ করতে পারছি, মামলার হয়রানি ছাড়াই চলাফেরা করতে পারছি। তাই এবারের ঈদ আমার জন্য বেশি আনন্দের।”
জনপ্রিয় গায়িকা ন্যান্সি, যিনি বিএনপির সমর্থক, গত ১৬ বছর ধরে রাজনৈতিক কারণে অনেকটাই কোণঠাসা ছিলেন এবং প্রায় কোনো অনুষ্ঠানেই দেখা যায়নি তাঁকে।