ভালোবাসা দিবসে টাঙ্গাইলে ফুলের দোকান ভাঙচুর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৬:২২ অপরাহ্ণ   |   ১৬৫ বার পঠিত
ভালোবাসা দিবসে টাঙ্গাইলে ফুলের দোকান ভাঙচুর

টাঙ্গাইলের ভূঞাপুরে বসন্ত বরণ ও ভালোবাসা দিবসে ফুল বিক্রির কারণে এক দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
 

শুক্রবার সন্ধ্যায় ভূঞাপুর পৌর শহরের মামা গিফট কর্নারে এ ভাঙচুরের ঘটনা ঘটে। পরদিন, শনিবার, হযরত আলী নামে একজনকে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি অলেয়া ইউনিয়নের বাড়ই গ্রামে।
 

ক্ষতিগ্রস্ত ফুলের দোকানদার আলম বলেন, সন্ধ্যায় কিছু লোক এসে তার দোকানে আক্রমণ চালিয়ে ভাঙচুর করে এবং ফুলগুলো রাস্তায় ফেলে দেয়। তিনি অভিযোগ করেন, "ভালোবাসা দিবসে ফুল বিক্রি করা ছিল আমার অপরাধ, আরেকটি দোকানও ভেঙেছে, তবুও কিছু বলিনি। এর আগের দিনও তারা আমাকে ফুল বিক্রি করতে নিষেধ করেছিলেন।"
 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম রেজাউল করিম জানিয়েছেন, ফুলের দোকান ভাঙচুরের অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করা হয়েছে।
 

এদিকে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে শনিবার ভূঞাপুরে উদীচীর বসন্ত বরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।
 

উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান জানান, "ভালোবাসা দিবসের ঘটনাগুলোর কারণে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বসন্ত বরণের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে অনুষ্ঠানটি আয়োজন করা হবে।"