কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ-
সীতাকুণ্ডে প্রবল উৎসাহ উদ্দীপনার মাঝে এসডিআই (সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ) তারুণ্যের উৎসব উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় উন্নয়ন সংস্থা এসডিআই এর আয়োজনে সীতাকুণ্ড উপজেলা অডিটরিয়ামে এই উৎসব উদযাপিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম।
এসডিআই এর নির্বাহী পরিচালক শামসুল হক এর সভাপতিত্বে ও এসডিআই'র জোনাল ম্যানেজার মিলন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, এসডিআই সিনিয়র পরিচালক (সাধারণ) সোহেলিয়া নাজনীন হক, আঞ্চলিক ব্যবস্থাপক ইয়াকুব আলী।
উৎসবে সকাল হতে তরুণ তরুণীদের নিয়ে উপজেলা হলরুম মুখরিত। এতে চিত্রাঙ্গন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা প্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা বৃত্তি ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।