মাইলস্টোনে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২২ জুলাই ২০২৫ ০১:০৬ অপরাহ্ণ   |   ২৪ বার পঠিত
মাইলস্টোনে দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করে শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পরদিন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের মুখে পড়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
 

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে উপদেষ্টারা দিয়াবাড়ি ক্যাম্পাসে পৌঁছালে কয়েক ডজন শিক্ষার্থী তাদের ঘিরে ধরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। একপর্যায়ে তারা ক্যাম্পাসের একটি ভবনে পাঁচ শিক্ষার্থীর সঙ্গে আলোচনায় বসেন।
 

এর আগে সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী কলেজের সামনে গোলচত্বরে জড়ো হয়ে ছয় দফা দাবি তুলে ধরেন এবং বিক্ষোভে অংশ নেন। তারা জানান, এই প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও দাবির বিষয়ে তারা আপসহীন।
 

শিক্ষার্থীদের ছয় দফা দাবি:

১. নিহতদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ
২. আহতদের পূর্ণাঙ্গ ও নির্ভুল তালিকা প্রকাশ
৩. শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের হামলার জন্য নিঃশর্ত ক্ষমা
৪. নিহত শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান
৫. ঝুঁকিপূর্ণ ও পুরনো যুদ্ধবিমান বাতিল করে আধুনিক বিমান সংযোজন
৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতিতে মানবিক ও নিরাপদ পরিবর্তন

 

‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’—এমন প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা গোলচত্বরে বসে পড়েন।
 

ঘটনার পটভূমি:
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে মাইলস্টোন কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এ সময় শিক্ষার্থীরা কেউ ক্লাসে ছিলেন, কেউ ছুটি শেষে বাসার পথে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে ২৫ জনই শিশু। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্তত ৭৮ জন এবং আরও দেড় শতাধিক আহতের খবর পাওয়া গেছে।