বিএনপি নেতার হত্যাকাণ্ড: দুই মাসেও গ্রেপ্তার হয়নি খুনি

প্রকাশকালঃ ০৫ নভেম্বর ২০২৪ ০৩:৪৮ অপরাহ্ণ ৪৪২ বার পঠিত
বিএনপি নেতার হত্যাকাণ্ড: দুই মাসেও গ্রেপ্তার হয়নি খুনি

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-
 

নোয়াখালীতে বিএনপি নেতার হত্যাকাণ্ডের দুই মাস পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করা হয়নি। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার (৫ নভেম্বর) নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে মানববন্ধন করে।

গত ২৭ আগস্ট রাতে কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে কুপিয়ে আহত করা হয়। চার দিন পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তোতা চেয়ারম্যান দীর্ঘদিন জনপ্রতিনিধি ছিলেন এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের পর মামলা হলেও এখনও কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, তিনি এই থানায় যোগদানের সময় থেকেই এই মামলাটির তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তথ্যপ্রযুক্তির সাহায্যে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য: নিহত বিএনপি নেতার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।

এই ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।