আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সময় এসেছে। আগামীকাল কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার পর আর আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন না এই তারকা।
২০২১ সালে একমাত্র গোলেই কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। সেবার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডি মারিয়া।
এবারও ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। তবে ডি মারিয়ার জন্য এটি হবে শেষ ম্যাচ।
ফাইনালে গোল করার রোমাঞ্চকর ইতিহাস রয়েছে ডি মারিয়ার। কোপার পর ২০২২ সালে কাতার বিশ্বকাপের ফাইনালেও ফ্রান্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি।
লিওনেল মেসি আশা করছেন, সতীর্থের বিদায়ী ম্যাচ গোল দিয়ে রাঙানো দেখতে পাবেন।
শনিবার ডিরেক্ট টিভি স্পোর্টসের সাক্ষাৎকারে মেসি বলেছেন, "কে জানে, হয়তো সে ফাইনালে আরও একটি গোল করবে। যেমনটি সে খেলেছে আগের সবগুলো ফাইনালে করেছে। এটা হবে অসাধারণ।"
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিওও ফাইনালে ডি মারিয়াকে খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেননি।
তিনি বলেছেন, "যদিও আমরা জানি এটাই হবে তার (ডি মারিয়া) শেষ ম্যাচ। আমরা সবসময় আগে সিদ্ধান্ত নেবো দলের জন্য কোনটা ভালো। তাকে যদি খেলানোর সিদ্ধান্ত নিতে হয়, তাহলে অবশ্যই তাকে খেলতে হবে। যদি আমরা তাকে না খেলানোর সিদ্ধান্ত নিই, তাহলে বুঝতে হবে আমরা ভিন্নভাবে চিন্তা করছি।"
১৫ বছরের রোমাঞ্চকর ফুটবল ক্যারিয়ারের ইতি টানবেন ডি মারিয়া। আর্জেন্টিনার জার্সিতে ১৪৪ ম্যাচে ৩১ গোল করেছেন এই তারকা।
কোপা আমেরিকা ফাইনাল হবে ডি মারিয়ার জন্য শুধু একটি ম্যাচ নয়, বরং একটি যুগের সমাপ্তি।