প্রকাশকালঃ
১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৯ পূর্বাহ্ণ ২০৮ বার পঠিত
রবিবার রাতে প্রীতি ম্যাচে ঘরের মাঠে জাপানের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছে জার্মানি। লজ্জাজনক হারের পর থেকেই গুঞ্জন ছিল চাকুরি হারাতে যাচ্ছেন জার্মানির কোচ হানসি ফ্লিক। শেষ পর্যন্ত তাই হলো। বরখাস্ত করা হলো ৫৮ বছর বয়সী এই কোচকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফবি।
শুধু ফ্লিকই নন, তার সহকারী দুই কোচ মার্কাস সর্গ এবং ড্যানি রোহলকেও একই সঙ্গে বরখাস্ত করা হয়েছে। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ক্রীড়া পরিচালক রুডি ফোলারকে নিয়োগ দিয়েছেন জার্মান ফুটবল ফেডারেশন। তাকে সহায়তা করবেন হ্যানেস উলফ এবং স্যান্ড্রো ওয়াগনার। আগামী মঙ্গলবার ডর্টমুন্ডে দলের দায়িত্ব নেবেন তারা।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি বার্ন্ড নিউয়েনডর্ফের সুপারিশের পর বরখাস্ত করা হয় কোচদের। এই বিষয়ে নিউয়েনডর্ফ বলেন, ‘সাম্প্রতিক সময়ের হতাশাজনক ফলাফলের পর জার্মান জাতীয় দলের একটি নতুন অনুপ্রেরণা প্রয়োজন বলে কমিটি মনে করছে। পরের গ্রীষ্মে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে জায়গা করে নিতে, দল নিয়ে আমাদের আত্মবিশ্বাস এবং আশাবাদ দরকার।
আমার সময়কালে এটাই আমার সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর মধ্যে একটি ছিল কারণ আমি পেশাদার এবং ব্যক্তিগত উভয় স্তরেই হ্যান্সি ফ্লিক এবং তার সহকারীদেরকে সত্যিই সম্মান করি। খেলাধুলার সাফল্য ডিএফবির কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ। এই কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে।’