নরসিংদী প্রতিনিধি:-
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে শনিবার সকালে বাস, ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে, এতে ৬৩ জন আহত হয়েছেন।
এ দুর্ঘটনাটি সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত দুজনকে ঢাকা পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে সিলেটমুখী একটি মালবোঝাই ট্রাক ঢাকামুখী প্রাণ আরএফএল কোম্পানির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এ সময় পাশে চলন্ত একটি প্রাইভেটকারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাস, ট্রাক ও প্রাইভেটকারে থাকা ৬৩ জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে, গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। অন্যদিকে, বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, দুর্ঘটনায় তিনটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এগুলো পুলিশ হেফাজতে রয়েছে।