প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল চার কমিশন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ জানুয়ারি ২০২৫ ০৩:০৬ অপরাহ্ণ   |   ৪১৯ বার পঠিত
প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দিল চার কমিশন

ঢাকা প্রেস নিউজ
 

নির্বাচন, দুর্নীতি দমন কমিশন (দুদক), পুলিশ, এবং সংবিধান সংস্কার সংক্রান্ত চারটি কমিশন তাদের প্রস্তাবনা জমা দিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে।
 

বুধবার (১৫ জানুয়ারি) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংশ্লিষ্ট কমিশনের প্রধানরা এসব প্রতিবেদন হস্তান্তর করেন।
 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানান, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে।
 

সূত্রমতে, প্রতিবেদন জমা দেওয়ার পর তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।
 

উল্লেখ্য, গত ৩ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিশনগুলো গঠন করেছিল।