ইমরান খানের দল পাচ্ছে পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত আসন

প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৪ ১১:০৫ পূর্বাহ্ণ ৬২৫ বার পঠিত
ইমরান খানের দল পাচ্ছে পাকিস্তানের পার্লামেন্টে সংরক্ষিত আসন

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দেশটির পার্লামেন্টে সংরক্ষিত ২৩টি আসন পাওয়ার যোগ্য বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এক আদেশে পাকিস্তানের সর্বোচ্চ আদালত এ ঘোষণা দেন। গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে পার্লামেন্টের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দল নির্বাচনে নিষিদ্ধ থাকায় স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছিলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতারা।


তারা পার্লামেন্টে সবচেয়ে বেশি আসনে জয় পেলেও নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছিল যে, সংরক্ষিত ৭০টি আসনের ভাগ পাবে না স্বতন্ত্ররা। এইসব আসন কেবল রাজনৈতিক দলগুলোর জন্য নির্ধারিত। ফলে পার্লামেন্টের ওই আসনগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এর মধ্যে বেশির ভাগ আসনই পেয়েছিল পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের দলগুলো।


শুক্রবার সুপ্রিম কোর্টের আদেশ পড়ে শোনানোর সময় প্রধান বিচারপতি কাজি ফায়েজ ঈসা বলেন, ‘একটি রাজনৈতিক দল হিসেবে পিটিআই সংরক্ষিত আসন পাওয়ার যোগ্য। এ আদেশের পক্ষে সমর্থন দিয়েছেন আদালতের ১৩ সদস্যের বেঞ্চের ৮ বিচারক। আর বিপক্ষে ছিলেন ৫ জন’। যদিও পিটিআই পার্লামেন্টে ২৩টি সংরক্ষিত আসন পেলেও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতায় এর কোনও প্রভাব পড়বে না। তবে এতে ইমরান খানের সমর্থকদের রাজনৈতিক অবস্থান শক্তিশালী হবে।