ঢাকা প্রেসঃ
রাজধানীর মিরপুরে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রোববার সকালে বিক্ষোভ করেছেন চালকেরা। সড়ক অবরোধ করে দেওয়ায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং জনসাধারণের চলাচলে ব্যাঘাত ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকাল ৯টার দিকে মিরপুর-১, মিরপুর-১০, মিরপুর-১১ ও আগারগাঁও এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা কালশী এলাকায় বেশ কয়েকজন প্যাডেল রিকশাচালককে মারধর করেন এবং মিরপুর-১১ এলাকায় বেশ কয়েকটি বাসের কাচ ভাঙচুর করেন। এরপর তারা মিরপুর-১০ মোড়ে জড়ো হয়ে যান চলাচল বন্ধ করে দেন।
মিরপুর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার জসিম উদ্দিন জানিয়েছেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষোভকারীদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
বিক্ষোভকারীদের দাবি:
বর্তমান পরিস্থিতি: