বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভোলাব এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা বিধু ভুষন ভৌমিকের (৭৫)। বৃহস্পতিবার সকালে স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।
এর আগে মরদেহে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার তাসবির হোসেন সুজা, ভোলাব ইউপি সদস্য নজরুল ইসলাম, ইন্সপেক্টর আব্দুস সামাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগে বুধবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।